ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় অস্ত্র মামলায় কৃষক লীগ নেতা হেনা মুন্সী গ্রেফতার॥কারাগারে প্রেরণ
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৩-০২-০৯ ২০:৪৬:৩১

রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী (৪২)কে অস্ত্র মামলার ওয়ারেন্টমূলে গত ৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় তার নিজ বসত বাড়ী থেকে পাংশা থানার পুলিশ গ্রেফতার করেছে।

  তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মোঃ নাদের মুন্সীর ছেলে। 

  পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত হেনা মুন্সীর বিরুদ্ধে ২০১১ সালে পাংশা থানায় অস্ত্র আইন মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করে আদালত। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। অন্যান্য মামলায় জামিনে থাকলেও অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

  ওসি মোহাম্মাদ মাসুদুর রহমান আরো জানান, গতকাল বৃহস্পতিবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করে।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ