ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দৌলতদিয়ায় ডিবির অভিযানে হেরোইনসহ ২জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-১০ ১৩:১৭:৪৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়াভিটা এলাকা থেকে গতকাল ১০ই ফেব্রুয়ারী সকালে ৭.২ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন বাজার এলাকার খোকন মোল্লার ছেলে সাইফুল ইসলাম(৩১) ও উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার ছালাম শেখের স্ত্রী মিনা বেগম ওরফে মিনা বুড়ি।

  ডিবি’র ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া রেল স্টেশন শহীদ মিনার সংলগ্ন পোড়াভিটা থেকে মাদক বিক্রিকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭.২ ওজনের ৭২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।

  এ বিষয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।  

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ