রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা গতকাল ১০ই ফেব্রুয়ারী বিকালে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও সঞ্চালনা করেন সম্পাদক আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, এপেক্স ক্লাব অব পাংশার সভাপতি শহিদুল রহমান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম জজ, সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামী, প্রচার সম্পাদক হামজা শেখ ও কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন লালু।
সভায় পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের আরও স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে এবং উপজেলার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।