ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
গোয়ালন্দে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০২-১৩ ১৩:২৯:৫১

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা শুরু হয়েছে।

  গতকাল ১৩ই ফেব্রুয়ারী সকালে মেলার শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।

  গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

  গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। 

  উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ