ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় ফসলি জমি থেকে ঘাস কাটার অভিযোগে স্কুল ছাত্রকে কুপিয়ে জখম
  • শামীম হোসেন
  • ২০২৩-০২-১৫ ১৪:২১:৩১

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে সরিষা ক্ষেতের মধ্যে থেকে ঘাস কাটার অভিযোগে রিফাত হোসেন(১৬) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে।
  গত ৮ই ফেব্রুয়ারী বিকালে হাবাসপুরের পদ্মার চরে এ ঘটনা ঘটে। আহত রিফাত হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের কৃষক মিন্টু প্রামানিকের ছেলে এবং হাবাসপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
  এ অভিযোগ উঠেছে একই গ্রামের অনাত মন্ডলের ছেলে হাফিজ উদ্দিন(৪০) এর বিরুদ্ধে। অভিযুক্ত হাফিজ উদ্দিন চার সন্তানের জনক। 
  গত ১৪ই ফেব্রুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রিফাত হোসেনের মা  রাবেয়া বেগম বলেন, রিফাত স্কুল থেকে বাড়ী আসলে ছাগলের জন্য রিফাতকে ঘাস কেটে আনতে বলি। রিফাত পদ্মা নদীর চরে ঘাস কাটতে যায়। রিফাতকে সরিষা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে একই এলাকার হাফিজ উদ্দিন এসে আমার ছেলের হাত থেকে কাচি কেড়ে নিয়ে তার গলার বাম পাশে কোপ দেয়। এতে তার গলা কেটে রক্ত বের হতে থাকলে অবস্থা বেগতিক দেখে হাফিজ উদ্দিন স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে আসেন। ওই পল্লী চিকিৎসক রিফাতের গলায় ১৪টি সেলাই দেন। এরপর হাফিজ উদ্দিন আমার ছেলে রিফাতকে আমার বাড়ীর পাশে রেখে যায় এবং কাউকে ঘটনার বর্ণনা না দিতে হুমকি দিয়ে যায়। পরে আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা হাসপাতালে নিয়ে আসি। এখানে এনে আরোও দুটি সেলাই দেওয়া হয়েছে। এখনো আমার ছেলের অবস্থা আশঙ্কা জনক।
  এ ঘটনার পর দিন হাফিজ উদ্দিনকে অভিযুক্ত করে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত রিফাতের বাবা মিন্টু প্রামানিকে।
  এ ঘটনায় গতকাল ১৫ই ফেব্রুয়ারী অভিযুক্ত হাফিজ উদ্দিনের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ সময় স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে হাফিজ উদ্দিনের কোন দেখা পাওয়া যাচ্ছে না। তবে এমন একটি হৃদয় বিদারক ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী।
  পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ