ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০২-১৫ ১৪:২২:০৪

 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের তদারকি অভিযানে গতকাল ১৫ই ফেব্রুয়ারী পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গা বাজারে ২টি ফার্মেসী ও ১টি মুদি দোকানীকে ৯হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
  মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রতিশ্রুত ঔষধ পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
  জানা গেছে, উল্লেখিত অপরাধে বৃত্তিডাঙ্গা বাজারের সোহাগ স্টোরকে ২হাজার টাকা, এ.আর. ড্রাগ হাউসকে ৫হাজার টাকা ও মন্ডল ফার্মেসীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। 
  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, তদারকি অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি নির্ধারিত নিত্যপণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ