করোনা মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে ঘরে থাকার পরামর্শ ও সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহ প্রদান, স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মার্কেট এবং দোকানগুলোতে সচেতনতামূলক প্রচারণা, প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নতজাতের খাদ্যশস্য ও সবজীর বীজ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রার উপকূলীয় বেড়ীবাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।