রাজবাড়ী জেলার গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ মাঠের বটতলায় গত ১৪ই ফেব্রুয়ারী বিকালে নানা আয়োজনে বসন্তবরণ উদযাপন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বসন্তবরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি গণেশ চন্দ্র পাল।
সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, সরকারী কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ ও গোয়ালন্দ বাজার পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ বক্তব্য দেন।