ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬শত ছাড়ালো
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-৩০ ১৭:২৯:০৪
রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২হাজার ৬শত ছাড়িয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২হাজার ৬শত ছাড়িয়েছে। গতকাল রবিবার আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬০১ জনে। 
  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ৩০শে আগস্ট জেলার আরও ১০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ১হাজার ৬১৬ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩৩ জন হাসপাতালে ভর্তি এবং ৯৩০ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  
  উল্লেখ্য, গতকাল ৩০শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার পল্লী বিদ্যুতের মোঃ শাহীন কাদির(৪৮), সদর থানার নূর ইসলাম(৩৫), পৌরসভার শ্রীপুর গ্রামের রুহুল আমিন(৩৮), শেখ সাদী(১৮), আবু সাঈদ(৩২), ভবাণীপুর গ্রামের গৌরাঙ্গ রায়(২৬), চরলক্ষ্মীপুর গ্রামের তানিশা(১১), সজ্জনকান্দা গ্রামের নজরুল ইসলাম(৩২), লক্ষ্মীকোল গ্রামের তানজিম(১১), সুফিয়া(৪৮), বড় লক্ষ্মীপুর গ্রামের সাহেব আলী(৫৫), চন্দনী ইউনিয়নের নাওডুবি গ্রামের মনিরুজ্জামান মুরাদ(২৬), শহীদওহাবপুর ইউনিয়নের কুটিরহাটের আবুল কাশেম মিয়াজী(৪৮), খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাক(২৭), মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের শাফিন(১৭), সামি(১৫), খানখানাপুর গ্রামের ফারুক(৩২) ও গোবিন্দপুর গ্রামের শহীদুর রহমান(৪০), গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়ার আব্দুর রাজ্জাক(৩৬), বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল গফুর(৫৪), সোনালী ব্যাংক বহরপুর শাখার লাভলী আক্তার(৩০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাবেয়া খাতুন(৫৫), খামারমাগুরা জামালপুর গ্রামের মোঃ আলী আকবর(৫৮) ও গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ আলী(৩৮), পাংশা উপজেলার এস. কে পাল সুমন(৩৫), শামীম হোসেন(২৮), কানুখালী গ্রামের মোঃ আঃ রহমান(৫০), বৈরাগীপাড়া গ্রামের রিনা(৪২), লক্ষ্মীপুর গ্রামের আমেনা খাতুন(৫০), নারায়ণপুর গ্রামের অসীম কুমার দাস(৪১), মৈশালা গ্রামের মোহাম্মদ আলী(৪০), মেঘনা গ্রামের ইমরান হোসেন(২৫) ও সাবেক নারায়ণপুর গ্রামের সুশান্ত কুমার দাস(৫০), কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান(৩২), উপজেলা কৃষি অফিসের সনজিৎ কুমার নন্দী(৫৮), বোয়ালিয়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের রবিউল ইসলাম(২৭), বাস্তুখোলা গ্রামের হাজেরা খাতুন(৫৮) ও মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (২৪)।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ