সাংবাদিক লিটন চক্রবর্তীকে সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়ালকে সাধারণ সম্পাদক করে প্রয়াত যুবলীগ নেতা আলী হোসেন পনি স্মৃতি সংসদের ৩১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় সভায় দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট সংগঠক ও নতুনের শান্তি নিবাসের সিও মোঃ মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সাংবাদিক লিটন চক্রবর্তী সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রয়াত যুবলীগ নেতা আলী হোসেন পনির সহধর্মিনী ও রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স ও ছেলে আলী সাদমান রুদ্র উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সেলিমা খাতুন শাপলা, আব্দুল মালেক, আব্দুল আওয়াল বিপুল, মোঃ আব্দুস সামাদ, পলাশ কুমার ঘোষ, বিপ্লব কুমার সরকার, আশিকুল আজম, মাসুদ রানা, হাফিজুর রহমান, সুদর্শন কুমার সরকার, আবুল খায়ের মোহাম্মদ, জিল্লুর রহমান মোল্লা, রফিকুজ্জামান শোভা, মাসুদুল ইসলাম ও প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামী ২১শ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ খুশি রেলওয়ে ময়দানে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, যুবলীগ নেতা আলী হোসেন পনি গত ১৮ই আগস্ট রাত ৯টার দিকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বয়সে মৃত্যুবরণ করেন। আলী হোসেন পনি’র পিতা মরহুম আক্তার উদ্দিন মিয়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী আসন থেকে তিনি ১৯৭০ ও ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মাতাও আওয়ামী লীগের নেত্রী ছিলেন।
আলী হোসেন পনি নব্বইয়ের দশকে আওয়ামী লীগের দুঃসময় ও কঠিন আন্দোলন-সংগ্রামের সময়ে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।