ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসব উদযাপন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০২-১৯ ১৪:৩৯:৫৫

রাজবাড়ীতে কেক কেটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসব ১৪২৯ উদযাপন করা হয়েছে।
  গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজন শিল্পকলা একাডেমির মিলনায়তনে পালন ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবু কায়সার খান। 
  এ সময় অন্যান্যের মধ্যে জেলা কালচারাল অফিসার পার্থ প্রথিম দাশ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোহাম্মদ গোলাম আলীসহ অন্যান্য প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিল্পীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শিল্প সংস্কৃতি চর্চার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। তার একটি শাখা হচ্ছে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি। এর উদ্দেশ্য হচ্ছে আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করবো। আর সেটিতে পৃষ্ঠপোষকতা করবে শিল্পকলা একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন সেটি বাস্তবায়নে আমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তার জন্য আমাদের লেখাপড়া, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে আমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকাসক্ত উগ্রবাদ বিভিন্ন সামাজিক অপশক্তি ও অপসংস্কৃতি দূর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ