রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
গত ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বালিয়াকান্দি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ভূমি অফিস, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি(হারুন) ও বিএনপি(সাবু), উপজেলা প্রেসক্লাব, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পমাল্য অর্পন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানাসহ অনেকেই বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।