রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির ঐতিহ্যবাহী শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ২৩শে ফেব্রুয়ারী বিকালে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচি শেষ হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম বাবলু। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আগের দিন গত বুধবার সকালে বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর আলম বাবলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, মৃগী ইউপির চেয়ারম্যান এম,এ মতিন, মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার, ড. আবুল কালাম আজাদ ও মোঃ জাহেদুর রহমান ডাবলু প্রমূখ উপস্থিত ছিলেন।