‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ২৭শে ফেব্রুয়ারী সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সূবর্ণা রাণী সাহা, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, সহকারী পরিসংখ্যান অফিসার মোঃ আঃ গফুর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আজমীর হোসেন, জেলা শিশু বিষয়ক অফিসার আলিমুর রেজাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।