রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরাথপুর গ্রামে গত ২৬শে ফেব্রুয়ারী দিবাগত রাত পৌনে ১২টার দিকে জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৮ জন জুয়াড়ীকে ডিবি গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে রাজবাড়ী সদর থানার মূলঘর ইউনিয়নের ভগিরাথপুর গ্রামের মোঃ আনোয়ার শেখ(৬০) এর মুদির দোকানের সামনে ফাঁকা জায়গায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরাথপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে জাকির শেখ(৩৫), আনোয়ার শেখের ছেলে মাসুদ রানা(৩৮), আবুল বাশারের ছেলে লিটন শেখ(৩৬), শাহজাহান বেপারীর ছেলে দেলোয়ার হোসেন(৪০), মৃত জলিল পাটোয়ারীর ছেলে আঃ রহিম(৫৫), আব্দুল মতিনের ছেলে আবুল হোসেন(৫৩), শাহজাহান বেপারীর ছেলে আঃ রশিদ(৪৮) এবং একই ইউনিয়নের রশোড়া গ্রামের মৃত কিতাবদী শেখের ছেলে আব্দুল শেখ।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।