রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে গত ২৭শে ফেব্রুয়ারী সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।