ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ই মার্চ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০২-২৮ ১৫:৪০:৩০

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপনের লক্ষ্যে গতকাল ২৮শে ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাবেক সহসাধারণ সম্পাদক শিব শঙ্কর চক্রবর্তী ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  প্রস্তুতি সভায় পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ এবং ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপনে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ