রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে গতকাল ৭ই সেপ্টেম্বর সকালে তেঁতুলিয়া দারুচ্ছালাম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ হাসিবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলার সভাপতি মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বালিয়াকান্দি উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ সাহাদাত হোসেন, তেঁতুলিয়া দারুচ্ছালাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ মুরাদুল ইসলাম ও বহরপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ নূর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ছাত্র সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক ছাত্র উপস্থিত ছিলেন। তারা আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের সাথে কাজ করে বহরপুর ইউনিয়ন শাখাকে ছাত্র শিবিরের শক্তিশালী দূর্গে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।