ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার শামিমা পারভীন দায়িত্ব গ্রহণ করবেন আজ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৯-০৭ ১৫:১৫:২৯

রাজবাড়ী জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে আজ ৮ই সেপ্টেম্বর সকালে যোগদান করবেন মোছাঃ শামিমা পারভীন।

 এর আগে গতকাল রাত সাড়ে ৮টার দিকে পূর্বের কর্মস্থল থেকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার(পিটিসি) থেকে রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছান নতুন পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

 গত ৩রা সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলায় পদায়ন করা হয়। একই দিন জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম-সেবাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 জানা যায়, নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সিরাজগঞ্জ জেলায় র‌্যাব-১২ তে সহকারী পুলিশ সুপার, এরপর রংপুর জেলায় র‌্যাব-৫ এ সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১১ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা হাইতি মিশনে সাড়ে ১৩ মাস কর্মরত ছিলেন। মিশন শেষ দেশে ফিরে তিনি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেন। তারপর সেখান তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হন। ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। এরপর ২০২০ সাথে তিনি রংপুরে পিটিসিতে(পুলিশ ট্রেনিং সেন্টারে) পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ