আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন দখল হয়ে যাওয়া ইজারাকৃত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট ফিরে পেতে চায় পাটনি সম্প্রদায়ের বিষ্ণ চৌধুরী।
গত ৬ই আগস্ট স্থানীয় কিছু যুবক ইজারাদার বিষ্ণু চৌধুরী তাড়িয়ে ঘাটটি দখলে করে নেয়।
জানা যায়, বাংলা ১৪৩১ সনের ১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য উপজেলার উত্তর চর পাচুরিয়া গ্রামের পেশাদার পাটনি ভগবান চৌধুরীর ছেলে বিষ্ণ চৌধুরীকে ঘাট বন্দোবস্ত দেয় প্রশাসন।
বিষ্ণু চৌধুরী বলেন, আমার বাপ-দাদার পূর্ব পুরুষরা পাটনি সম্প্রদায় খেয়া ঘাটের ব্যবসা করছে। সরকার পরিবর্তনের পরদিন গত ৬ই আগস্ট বেশ কয়েকজন যুবক ঘাট থেকে আমাকে তাড়িয়ে দেয়। তারা এসে বলে, “এতদিন খেয়েছেন এখন আমরা খাবো”। সংখ্যালঘু বলে দেশের এই পরিস্থিতে কিছুই বলতে পারিনি।
ট্রলার মাঝি রহমান খা বলেন, সরকার পরিবর্তনের পরদিন ২০/২২জন যুবক এসে বলেন, “এখন থেকে ঘাটের মালিক আমরা। টাকা আমাদের দিবি”। একমাস ধরে প্রতিদিন তারা এক-দেড় হাজার টাকা নিচ্ছে। ঘাট মালিককে আগেই তাড়িয়ে দেয়ায় কিছুই করতে পারিনি।
এদিকে বিষয়টি জানতে পেরে গত ৪ই সেপ্টেম্বর বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অন্তারমোড়ে খেয়া ঘাটে গিয়ে দখলকারীদের ঘাট সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। তবে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় ইজারাদার বিষ্ণ চৌধুরীকে পূর্বের মতো খাজনা আদায়ের আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, যেখানে অন্যায়, অনিয়ম সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাধা হয়ে দাঁড়াবে।
দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাঈল মোল্যা ও ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিমেল মোল্যা বলেন, দখলকারীরা বিএনপির কেউনা। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরীর অনুগত স্থানীয় মিনাল, লিওনসহ একদল যুবক রয়েছে। তাদের ডেকে মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।
অভিযোগ প্রসঙ্গে লিওন বলেন, বিষ্ণ চৌধুরী নামমাত্র টাকায় ইউপি চেয়ারম্যানদের ম্যানেজ করে ঘাটের ইজারা নিয়ে সরকারের বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে। সরকার পতনের পর সারাদেশে দখল ছেড়ে আওয়ামী লীগ পালিয়ে যায়। বিষ্ণ চৌধুরীও ৫ই আগস্ট পালিয়েছিল। ঘাট দখলের সাথে আমি জড়িত নই। বৈধভাবে আমরা ঘাটের ইজারা প্রাপ্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঘাট দখলের বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে স্থানীয় কয়েকজন ঘাটের ইজারা পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। ওই আবেদনের বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক দিতে বলেছেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইজারাকৃত ঘাটটি দখল বুঝে পাননি বিষ্ণ চৌধুরী।