ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
  • রাকিবুল ইসলাম
  • ২০২৩-০৩-০২ ১৪:৩৯:১০

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়ায় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২রা মার্চ সকাল ১১টায় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
  বৃত্তি প্রদান অনুষ্ঠানে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহীদুল ইসলামের পরিচালনায় জার্মানির সেতু জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি অটোইন মার্জিনি, স্টেফান আকাইসান, বেন হার্ড, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার সুশান্ত কুমার, আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাংশা কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, পুইজোর এ.জি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মোঃ আজিজুল ইসলাম, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নাফিজ ফুয়াদ, জনতা ইসলাম আখি ও নাজনীন নাহার প্রমুখ বক্তব্য দেন। 
  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মাস্টার ও সার্বিক পরিচালনায় ছিলেন রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান।
  উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারী ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭০ জন মেধাবী ও গরিব দরিদ্র শিক্ষার্থীকে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। গতকাল ২রা মার্চ এই ১৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
  ২০০০ সাল থেকে ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ ২৩ বছরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১ কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছে।  

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ