দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল ৪ঠা মার্চ শহরের ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩মাসের আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘ ১৯ বছর পার করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দিতে চাচ্ছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠন।
দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। কে হবেন রাজবাড়ী আওয়ামী যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা ও সমালোচনা।
ছাত্রলীগের সাবেক নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে কেন্দ্রে চালাচ্ছেন জোর লবিং। যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় আ’লীগের নেতাদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন টাঙিয়ে তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে তারা।
যুবলীগ নেতারা বলছে, সম্মেলনের মাধ্যমে ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব আসবে।
দলীয় সূত্র জানায়, রাজবাড়ী জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালে। এরপর ২০০৪ সালে ওই কমিটি ভেঙে দিয়ে জহুরুল ইসলামকে আহ্বায়ক এবং আবুল হোসেন ও শাহ মোঃ জাহাঙ্গীর জলিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপর আর কমিটি হয়নি। এর মাঝে কেটে গেছে ১৯ বছর। কমিটির অনেকেই রয়েছে নিস্ক্রিয়। কেউ কেউ আবার চলে গেছে রাজবাড়ীর বাইরে। আর সাবেক কমিটির সভাপতি ও সেক্রেটারী মৃত্যুবরণ করেছে। বর্তমান কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম ব্যবসায়িক কাজে ঢাকায় থাকছে দীর্ঘদিন। যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ জাহাঙ্গীর জলিল জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছে। নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণার পর নেতৃত্ব পেতে তৎপর নেতাকর্মীর মধ্যে ছাত্রলীগের সাবেক নেতার সংখ্যাই বেশি রয়েছে। এত বছর পর সম্মেলনের তারিখ ঘোষণা করায় নতুন উদ্যমে উজ্জীবিত তারাও।
সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শামীম রেজা লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীম, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জি এস আশরাফুল ইসলাম আশা, যুবনেতা মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা হরিপদ সরকার রানা, আল মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি’র পুত্র আলী সাদমান রুদ্র।
সাধারণ সম্পাদক পদে- রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রামিম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাহিদুল আলম রাজু ও মোঃ শিহাব আহমেদের নামও শোনা যাচ্ছে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৯ বছর পর রাজবাড়ী আওয়ামী যুবলীগের সম্মেলন হচ্ছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ৪ই মার্চ সকাল ১০টায় রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলন শুরু হবে।
সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উপস্থিত থাকবেন।
এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সভাপতি পদ প্রার্থী রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম রেজা লিটন বলেন, ছাত্রলীগের রাজনৈতিক জীবনে আমি বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদে(বাহাদুর ব্যাপারী-অজয় কর খোকন) এবং (লিয়াকত শিকদার-নজরুল ইসলাম বাবু’র কমিটির) সদস্য পদে দায়িত্ব পালন করাসহ রাজবাড়ী জেলা কমিটিতে ও কলেজ এবং বিশ^বিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও দায়িত্ব পালন করেছি। আসন্ন জেলা কমিটির সম্মেলনে ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব আসলে সংগঠন প্রাণ ফিরে পাবে এবং তিনি অবশ্যই মূল্যায়িত হবেন বলে দাবী করেন।
সভাপতি প্রার্থী রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জিএস যুবনেতা এডঃ আশরাফুল ইসলাম আশা বলেন, দীর্ঘদিন রাজবাড়ী যুবলীগ ঘুমন্ত অবস্থায় ছিলো। সম্মেলনের মাধ্যমে ১৯ বছর ধরে ঘুমানো সংগঠন আবারো জেগে উঠবে। রাজবাড়ীর যুবলীগ প্রাণ ফিরে পাবে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী জাকারিয়া মাসুদ রাজীব বলেন, যুবলীগের সম্মেলনকে ঘিরে এখন জেলায় সাজসাজ রব। সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে।
সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শওকত হাসান বলেন, দলের দুর্দিনে যারা হাল ধরেছিলেন, তাদের যেন মূল্যায়ন করা হয়। বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীর ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে মনোনীত করার দাবী তার।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ জাহাঙ্গীর জলিল বলেন, নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আবারও রাজবাড়ীতে যুবলীগ প্রাণ ফিরে পাবে। নতুন কমিটিতে যেন ত্যাগী, পরীক্ষিত কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়, যারা দুর্দিনে রাজপথে ভূমিকা রেখেছেন।
জেলা যুবলীগের অপর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বলেন, সম্মেলন সফল করতে ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। গত ১৯শে ফেব্রুয়ারী কেন্দ্রীয় নেতৃত্ব রাজবাড়ীতে এসে সম্মেলন প্রস্তুতি সভা করে গেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। এখন পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৫ জনের বেশি জীবন বৃত্তান্ত দিয়েছেন বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, সম্মেলনে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। যারা সৎ, যোগ্য তারাই আগামীতে নেতৃত্বে আসবে।