রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২রা মার্চ বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাকির হোসেন সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।