ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
নানা কর্মসূচীতে কালুখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৩-০৮ ১৩:৩৬:৪৭

রাজবাড়ীর জেলার কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। 
  এ উপলক্ষে গত ৭ই মার্চ সকাল সাড়ে ৯টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, এমএ মতিনসহ অন্যান্যরা পুষ্পস্তবক করেন। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল ও ডেপুটি কমান্ডার আঃ খালেক মাস্টার, কালুখালী থানার পক্ষে অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি মোঃ আতিউর রহমান নবাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, কালুখালী সরকারী কলেজ, মাঝবাড়ী জাহানারা কলেজ, কালুখালী মহিলা কলেজ ও রতনদিয়া রজনী কান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
  এছাড়াও শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার ওপর লেখা বই প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
  সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইন্সেপেক্টর(তদন্ত) মোঃ আঃ গণি, উপজেলা কৃষি অফিসার পুর্নিমা হালদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ