ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৩-০৮ ১৩:৪০:৩৯

 “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ৮ই মার্চ বেলা সাড়ে ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
  র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম ও পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (শিক্ষা) শেখ রাজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
  সভায় সঞ্চালনা করেন দুদু খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ