ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দেশের প্রথম আন্তর্জাতিকমানের দৃষ্টিনন্দন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
  • সোহেল মিয়া
  • ২০২০-০৯-০১ ১৫:৪৪:১৯
দেশের প্রথম আন্তর্জাতিকমানের এক্সপ্রেসওয়ে হিসেবে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

দেশের প্রথম আন্তর্জাতিকমানের এক্সপ্রেসওয়ে হিসেবে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। 
  ১১ হাজার ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের মেয়াদকালের কয়েক মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেছেন। 
  ২০১৬ সালে একনেকে অনুমোদিত হওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ। দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েটিতে রয়েছে ২টি সার্ভিস লেন, ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, ২টি ইন্টারচেঞ্জ, ৪টি রেলওয়ে ওভারব্রীজ, ৪টি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্ট। আগামী ২০ বছর পর্যন্ত যানবাহন বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেই ৬ লেনের দৃষ্টিনন্দন এই মহাসড়কটি তৈরী করা হয়েছে। এশিয়ান হাইওয়ের অংশ হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকা ও কলকাতাকে যুক্ত করবে আন্তর্জাতিক মানের এই এক্সপ্রেসওয়েটি। 

পবিত্র লাইলাতুল কদর আজ
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে কর্মসূচি গ্রহণ মহান স্বাধীনতা দিবস আজ
গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব অতিদ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে-----প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ