রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ১১ই মার্চ কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও রাজবাড়ী কলেক্টরেট ক্লাবের সভাপতি আবু কায়সার খান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন ও জেলা কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, কর্মকর্তা-কর্মচারীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ব্যাডমিন্টন, কেরাম, দাবা, লুডু, ইন্টারন্যশনাল ব্রিজ, ১০০মিটার দৌড়, নারীদের মিউজিক্যাল চেয়ার, বাস্কেটবলসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় তৃতীয় শ্রেণী কর্মচারী দল ২-১ গোলে চতুর্থ শ্রেণী কর্মচারী দলকে পরাজিত করে। এসব প্রতিযোগিতায় রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের সকল সদস্যগণ অংশগ্রহণ করে।