ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীম উদ্দীনের ৪৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে গতকাল ১৪ই মার্চ সকাল সাড়ে ৮টায় শহরের অম্বিকাপুরের গোবিন্দপুরে কবির কবরে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসন, জসিম ফাউন্ডেশন, জেলা পুলিশ, সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ নানা সংগঠনের পক্ষ থেকে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে কবির বাড়ীর আঙিনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম.এ সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুলাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ কবি’র জীবনীর ওপর স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান পল্লী কবি জসীম উদদীন।