ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
১৩দফা দাবীতে রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-০২ ১৭:৩৬:০৬
রাজবাড়ীতে করোনাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও সদর হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট চালু, করোনা টেষ্টের ব্যবস্থা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনসহ ১৩দফা দাবীতে গতকাল ২রা সেপ্টেম্বর মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে করোনাসহ সকল রোগের ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সদর হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট চালু, করোনা টেষ্টের ব্যবস্থা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন, পদ্মা নদী শাসনের কাজ দ্রুত সম্পন্ন এবং বেরী বাঁধ রক্ষাসহ ১৩দফা দাবীতে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি। 
  গতকাল ২রা সেপ্টেম্বর বেলা ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
  এতে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক এডঃ মোঃ রেজাউল করিম রেজা, সদস্য গোলাম কাদের, মনিরুজ্জামান সালাম, সোলেমান আলী, শফিকুল ইসলাম শফি, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ মওলা বকস, কালুখালী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও জাতীয় কৃষক সমিতি সদর উপজেলার সভাপতি মোঃ আরব আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ