রাজবাড়ী জেলার পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ গত ১৬ই মার্চ রাত ৮টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সর্ব সম্মতিক্রমে অশোক পাল চতুর্থ বারের মতো সভাপতি ও নবীন আলী পঞ্চম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ৩ শতাধিক ব্যবসায়ীর স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে অনুপ দত্ত নিউ মার্কেটের স্বত্ত্বাধিকারী, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নিখিল কুমার দত্ত বক্তব্য রাখেন।
নির্বাচনী সভায় ব্যবসায়ীদের মধ্যে প্রান্তোষ কুন্ডু, মোঃ রাসেল ও ইসহাক আলী প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন।
নির্বাচনী সভায় অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নতুন কমিটির সর্ব সম্মতিক্রমে অশোক পালকে সভাপতি এবং নবীন আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আব্দুল খালেক মাস্টার। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা করতালির মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি সমর্থন জানায়।
সভায় আগামী ১ সপ্তাহের মধ্যে ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। নতুন কমিটি, উপদেষ্টা কমিটি ও মার্কেট মালিকদের সমন্বয়ে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি অশোক পাল ও সাধারণ সম্পাদক নবীন আলী।
ব্যবসায়ীরা জানায়, অনুপ দত্ত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অশোক পাল টানা চতুর্থবারের মতো সভাপতি ও নবীন আলী টানা পঞ্চম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তারা উভয়ই অত্র মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী।
রাত ৮টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টায় নির্বাচনী সভার কার্যক্রম শেষ হয়। সভার শুরুতে ১মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত ব্যবসায়ীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।