রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও বালিয়াকান্দি থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী জানায়।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আলোচনা সভা আগে ২০ পাউন্ড ওজনের কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, কৃষি অফিসার রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বিশ্বাস বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে একই মঞ্চে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৩৮টি চেক বিতরণ করা হয়।