ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার মাছপাড়ায় ৭০ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-১৭ ১৬:৩২:১০

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ১৭ই মার্চ ৭০ পাউন্ড ওজনের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। 
  জানা যায়, গতকাল শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকালে ৭০ পাউন্ড ওজনের কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
  অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড় ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আকবর আলী প্রামানিক, কশবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান(পিল্টু জোয়ার্দ্দার), মাছপাড়া ইউপির মেম্বারগণ, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাছপাড়া ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ