রাজবাড়ী জেলার বসন্তপুর নিমতলা রেলগেট এলাকায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে গতকাল ১৮ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তরমুজ সাদৃশ্য বস্তুর ভেতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি’র সদস্যরা।
এ সময় মামুন মিয়া(৩৪) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মিয়া মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিবি। সে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।
রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াগামী সততা নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় বাস যাত্রী মামুন মিয়ার কোলের ওপর রাখা তরমুজের আকৃতির বস্তু পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় এটি তরমুজ। আত্মীয়র বাড়ীতে নেওয়া হচ্ছে। এতে সন্দেহ হলে তরমুজ খুলে সেটির ভেতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২ লক্ষা টাকা।
এ বিষয়ে মাদক আইনে মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামুন জানায়, সে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে বাসে পদ্মা সেতু দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা নামে। বাস পরিবর্তন করে সে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।