ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীর মজলিশপুরে চুরি করতে না পেরে কৃষকের গোয়ালে চোর চক্রের আগুন॥৫টি গরু-ছাগল দগ্ধ
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৩-১৮ ১৭:১৭:৩৬

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের কৃষক সোহরাব শেখ ওরফে তোফা(৪৫) এর বাড়ীতে গত ১৭ই মার্চ রাত ১টার দিকে গরু চুরি করতে ব্যর্থ হয়ে গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিয়েছে চোরেরা। 

  এতে ২টি গর্ভবতী গরু ও ৩টি ছাগল আগুনে দগ্ধ হয়। আগুনে গোয়াল ঘরে রাখা ২০টি মুরগী পুড়ে ছাই হয়ে যায়।

  কৃষক তোফা জানান, বসন্তপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রতি রাতেই গরু-ছাগল চুরি হচ্ছে। তার গোয়াল ঘরে রাতে তালা দেওয়ার পর দরজার সামনে বেশ কিছু জ¦ালানী খড়ি রাখা হয়। রাত পৌনে ১টা দিকে সংঘবদ্ধ চোরেরা খড়ি সরিয়ে গরু চুরি করতে ব্যর্থ হয়ে গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে তিনি ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। আগুনে গোয়াল ঘরের ৫টি গরু-ছাগল দগ্ধ হয়। 

  উল্লেখ্য, সম্প্রতি বাবু বিশ্বাসের বাড়ীতে গরু চুরি করতে ব্যর্থ হয়ে গোয়াল ঘরে আগুন দেওয়া হয়। বড় ভবানীপুর গ্রামের সাঈদ বিশ^াসের বাড়ী থেকে ৩টি ছাগল ও রঘুনাথপুর গ্রামের মনির খার বাড়ী থেকে ৩টি গরু চুরি হয়। চোরের উপদ্রবে কৃষকরা রাত জেগে গরু পাহারা দিচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ