ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-১৮ ১৭:২০:১৭

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন গত ১৪ই মার্চ গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২০২৩, পাংশা, রাজবাড়ীর রিটার্নিং অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী গণ-বিজ্ঞপ্তিতে জানান, (ক) ভোটার তালিকা প্রকাশ ঃ ১৯শে মার্চ, খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি ও সংশোধনী গ্রহণের তাং ২২শে মার্চ, দাবী, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তির তারিখ ২৮শে মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২রা এপ্রিল। (খ) নির্বাচনী তফসিল ঃ মনোনয়নপত্র দাখিলের তারিখ ৫ই এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৯ই এপ্রিল প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের তারিখ ১১ই এপ্রিল, আপিল নিষ্পত্তির তারিখ ১৩ই এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ১৬ই এপ্রিল, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৭ই এপ্রিল, প্রতীক/ব্যালট নম্বর প্রদানের তারিখ ১৮ই এপ্রিল ও ভোট গ্রহণের তারিখ ১৩ই মে। ভোট গ্রহণের সময়সীমা ঃ বিরতিহীনভাবে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচনী এলাকার নাম ঃ পাংশা উপজেলা।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ