ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৩-১৯ ১৭:১৪:৩৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় শুরু হয়েছে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। 
  গতকাল ১৯শে মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বেলা ১১টায় বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান।
  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, শিক্ষা অফিসার আশরাফুল হক, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠাননে সঞ্চালনা করেন ডাঃ মাহফুজুর রহমান।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ