রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল উপস্থিত ছিলেন ।