ফরিদপুরের ‘হাত বাড়িয়ে দেই’ নামের একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা কবি আলীম আল রাজী আজাদ গতকাল ৩রা সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার মেঘলা নামে এক দরিদ্র রিক্সাচালকের কন্যাকে সেলাই মেশিনসহ সেলাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ (কাঁচি, ফিতা, স্কেল, চক, এক্সট্রা ববিন, সুতা) প্রদান করেন ।