রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে গতকাল ২১শে মার্চ দুপুরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৮ টি কৃষক পরিবারের মধ্যে ২টি লেবু, ২টি মালটা, ২টি পেয়ারা গাছের চারা, সার, বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এসব বিতরণ করেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসুল।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলম বিশ্বাস আলম উপস্থিত ছিলেন।