মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২২শে মার্চ বিকালে অফিসার্স ক্লাবের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না রাণী সাহা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধু ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে। তিনি ২৬শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু কখনো আপোষ করেন নাই। পাকিস্তানী বাহিনী তাকে গ্রেফতার করেছে কিন্তু তার মধ্যে কোনো ভয় ছিলো না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন। অর্থনৈতিক মুক্তির যে নির্দেশনা দিয়েছিলেন তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশকে উন্নত সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু এখন বাস্তব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা নিজস্ব স্যাটলাইটের মালিক, আমরা গভীর সমুদ্র বন্দর ও ট্যানেল নির্মাণ করেছি। বঙ্গবন্ধু যে উন্নয়নের কল্পনা করেছিলেন তার সুযোগ্য কন্যার হাতে তা বাস্তবায়ন হচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন করতে তিনি যে কাজ করে যাচ্ছেন এটিই ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথীসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।