ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পর
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৩-২২ ১৬:১৮:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ।
  এ স্বাস্থ্য সেবা সপ্তাহে গতকাল ২২শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 
  এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ডাঃ মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌসসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
  এ সময় মুক্তিযোদ্ধারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান। তারা বলেন, আমরা সারাবছরই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে থাকি। তারপরও এমন একটা দিন সবাই একত্রিত হতে পেরে ভালো লাগছে। যে মানুষের কথায় আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলাম সেই সূর্য সন্তানের জন্মদিন উপলক্ষে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ