রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারে মোবাইল কোর্টের অভিযানে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
গতকাল ২৩শে মার্চ সকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসাতে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ, নবাবপুরের লিফ জাহিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মাছ ব্যবসায়ীদের জাটকা ইলিশ ধরা ও বিক্রি না করতে নির্দেশনা প্রদান করা হয়।