ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৩-২৩ ১৫:১০:১৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিশ^ যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৩শে মার্চ সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
  পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সৈয়দ আমিরুল হক শামীম।
  সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ প্রদীপ কান্তি পাল, টিএমসি আব্দুর রাজ্জাক, এমটিইপিআই রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা রানী বিশ^াস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ