রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও সজ্জনকান্দা(নারায়ণ বাবুর পুকুরচালা) এলাকার বাসিন্দা আব্দুস সালাম মন্ডলের একমাত্র পুত্র সামী মোহাম্মদ নাবিল(৩০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ২৩শে মার্চ সকাল ৮টার দিকে ঢাকা ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন বাদ আসর(বিকাল সোয়া ৫টায়) রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ মাঠে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ গ্রামের বাড়ী পাচুরিয়া ইউনিয়নের মধুরদিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রথম জানাযার নামাজে ইমামতি করেন হাফেজ মোঃ শহিদুল ইসলাম।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিবেশী এডঃ সফিকুল আজম মামুন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক ও নাবিলের বাবা আব্দুস সালাম মন্ডল।
এ সময় জেলা পরিষদের সাবেক প্রশাসক ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, এডঃ মোঃ উজির আলী শেখ, এডঃ আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নাবিলের ফুফাতো ভাই মোঃ এনামুল জহির জানান, গত ২১শে মার্চ হঠাৎ পেটে ব্যথা শুরু হয়ে ভিশন অসুস্থ হয়ে পড়লে নাবিলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয় এবং তার শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইতে রাখা হয়। সেখানেই সে আজ(গতকাল ২৩শে মার্চ) সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে প্যাংকিরিয়াস ইনফেকশন হয়ে মারা যায়। তিন বছর আগে নাবিল বিয়ে করে। তবে তার কোন সন্তান নেই। সে নিজেও বাবা মায়ের একমাত্র সন্তান ছিলো। সে ঠিকাদার ব্যবসা করতো।