মাহে রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৯শে মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে অভিযান চালিয়ে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯হাজার টাকার আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসব প্রতিষ্ঠান গুলো হলো- মা স্টোর, মজনু স্টোর, জসিম স্টোর ও মেসার্স খান স্টোর। এর মধ্যে মা স্টোরকে ১হাজার টাকা, মজনু স্টোরকে ৪হাজার টাকা, জসিম স্টোরকে ১হাজার টাকা ও মেসার্স খান স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার এ কর্মকর্তা।