ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২হাজার ৭শত ছাড়িয়ে গেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-০৩ ১৫:৫৫:০১
রাজবাড়ী জেলায় আরো ৫৫জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২হাজার ৭০৬জনে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় একদিনে আরো ৫৫জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭০৬ জনে।  
   রাজবাড়ীর নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ৩রা সেপ্টেম্বর জেলার আরো ১৬৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৩৫ জন রাজবাড়ী সদর, ৯ জন পাংশা, ৪ জন কালুখালী, ৩ জন বালিয়াকান্দি ও ৪ জন গোয়ালন্দ উপজেলার। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ১হাজার ৮১৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া ২৯ জন হাসপাতালে ভর্তি এবং ৮৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  
  উল্লেখ্য, গতকাল ৩রা সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কাজী ইজাজ কাওছার(৫১), মোঃ আমির আলী(৭০), মশিউর(২৪), রিফাত(২১), মামুনুর রশিদ(৫৫), হেলাল(৩১), হুমাইরা(২১), মাসুম(২০), রওশনারা হেনা(৭৫), অখিল চন্দ্র পাল(৬৫), ছালামতুল্লাহ(৮৬), মোঃ নূরুল ইসলাম(৩৫), লুৎফর রহমান(৮৫), রাজিয়া খাতুন(৫৫), মনোয়ারা(৩০), মর্জিনা(৫০), রুমা(২৬), বাসন্তী(৪০), কালাম(৪০), মিনু(২০), নাসির(৩০), চম্পা(২৪), আব্দুর রশিদ(৫২), রিপন(৪২), ফরহাদ মোল্লা(৩৫), তুষার(৩১), শাহাদত(৩০), কাজী মোঃ ইমরান(৩২), মরিয়ম(৩০), রাশেদুল ইসলাম(১৫), সার্থক অধিকারী(২৪), মোশারফ আলী(৩৪), বাবলু(৩০), ভারতী অধিকারী(৪৮) ও সঞ্জয়(২১); পাংশা উপজেলার একেএম শরিফুল মোরশেদ(৫০), বিকাশ কুমার কুন্ডু(৫৩), মোঃ রনি ইসলাম(১৯), মোঃ তৈয়বুর রহমান(৫২), শহর আলী(৫০), মোঃ রফিকুল ইসলাম(৪৫), শাহেরা খাতুন(৫৫), মোঃ ফারুকুল ইসলাম(৪৪) ও রোকেয়া পারভীন(৩০); গোয়ালন্দ উপজেলার মালতী বৈরাগী(৩৪), মাহবুবুল আলম মিন্টু(৩৯), মোঃ মিজানুর রহমান(৩৩) ও হাফিজা সুলতানা(৪০); বালিয়াকান্দি উপজেলার রফিকুল ইসলাম(৬২), সুমন মৈত্র(৩৮), আব্দুল জলিল(৬০), আশুরা খাতুন(২৮) এবং কালুকালী উপজেলার বাবর আলী(৩৮), সোহেল রানা(২৭), মোঃ বাবু আলী(৬০) ও জাবের(২৮)।   
  উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার গত ১০ই আগস্ট মাঠ পর্যায়ের প্রশাসনকে মারাত্মক এ ভাইরাস প্রতিরোধে জনগণকে মুখোশ/মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিলেও রাজবাড়ীতে প্রয়োগ হচ্ছে ঢিলেঢালা ভাবে। ফলে রাজবাড়ী জেলার সর্বক্র করোনার সংক্রমণ বেড়েছে বহুগুনে।
  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ