রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার বড় মসজিদে গতকাল ৩১শে মার্চ মাহে রমজান উপলক্ষে শরীর চর্চা ভিত্তিক সংগঠন হাঁটা পাটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্লা, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ, গোয়ালন্দ হাঁটাপাটির সভাপতি মোঃ গোলাপ আলী শেখ, সাধারণ সম্পাদক আঃ আওয়াল ও রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ হেলাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।