ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় ইফতারিতে বাজার পেয়েছে রাঁধুনী হোটেল
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৪-০১ ১৫:৩২:১৮

রাজবাড়ী জেলার পাংশায় রোজার শুরু থেকেই ইফতার সামগ্রী বেচা বিক্রিতে বাজার পেয়েছে শহরের রাঁধুনী হোটেল।

  জানা যায়, রোজার ১ম দিন থেকেই শহরের কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট বন্ধ আছে। যে গুলো চালু আছে তার মধ্যে ইফতার সামগ্রী বেচা বিক্রিতে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে পাংশা পৌর শহরের রাঁধুনী হোটেল এন্ড সুইটস। ইফতার সামগ্রীর অন্যান্য আইটেমের মধ্যে ক্রেতা সাধারণের বিশেষ আকর্ষণ শাহী জিলাপি ও হালিম। ইফতারির সময় ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতা সাধারণের ভিড় বাড়তে থাকে রাঁধুনী হোটেল এন্ড সুইটসে। আবার প্রতিদিন এ হোটেল থেকে পার্সেল যাচ্ছে বিভিন্ন স্থানে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের মালিক থেকে শুরু করে ৮/১০জন কর্মচারী ব্যস্ত সময় পার করেন ইফতার সামগ্রী প্রস্তুত ও বেচা বিক্রিতে। সবমিলে ব্যবসার বাজার ভালো যাচ্ছে তাদের।

  এ বিষয়ে গতকাল ১লা এপ্রিল বিকালে রাঁধুনী হোটেল এন্ড সুইটসের মালিক মোঃ মনজুর মোর্শেদ জানান, শাহী জিলাপি ও হালিমসহ মানসম্পন্ন ইফতার সামগ্রী প্রস্তুত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে তা পরিবেশন করার কারণে ক্রেতা সাধারণের আস্থা বেড়েছে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ