রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল ১লা এপ্রিল সকালে শহরের পান্না চত্ত্বরে সমবায় মাকের্টের ৪র্থ তলায় ব্যাংকের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন। রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান তালুকদার, পরিচালক মোঃ আঃ রাজ্জাক মিয়া, নব কুমার দত্ত, হেলাল উদ্দিন সরদার, আব্দুল হক ও নারুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধি আবুল খায়ের মোঃ আজাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় জেলার ১৪টি সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় আলোচনা পর্ব ছাড়াও অন্যান্য কার্যের মধ্যে সভাপতি নির্বাচন, বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বার্ষিক কার্যক্রমের রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন, ২০২১-২০২২ সালের নিরীক্ষিত উদ্ধৃত্তপত্র ও হিসাব বিবরণী পাঠ ও অনুমোদন, ২০২৩-২০২৪ সালের মূলধনী ও রাজস্ব বাজেট অনুমোদন, ঋণ গ্রহণের পরিমাণ নির্ধারণ, স্থায়ী সম্পদের অবচয়, সমবায় টাওয়ার-৩ (মূল ভবন) এর পিপি পুনঃ অনুমোদন, ব্যাংকের সভাপতির মাসিক সম্মানী নির্ধারণসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।