রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।
গতকাল ১লা এপ্রিল সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১নং ফেরী ঘাটে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ উপলক্ষে গোয়ালন্দ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহ উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ শাহরিয়ার জামান সাবু, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম ও উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব।
পরে পদ্মা নদীতে নৌ র্যালী করা হয়। এতে জেলা প্রশাসক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মৎস্য অফিসার, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধসহ জেলে সম্প্রদায়সহ সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
আগামী ৭ই এপ্রিল এ জাটকা সংরক্ষণ সপ্তাহ শেষ হবে।